আসুন ছাদে রডের পরিমাণ নির্ণয় করি...

মনেকরি,
ছাদের ক্ষেত্রফল 1000 বর্গফুট
পুরত্ব ধরি 5"
এবং ছাদে মোট কংক্রিটের 1% or 1.5% or
2% ধরা হয়.. !!
আমরা 1.5% ধরি.
.
সূত্র হচ্ছে,
ক্ষেত্রফল ×পুরত্ব÷১২( ১২"=১')×(১.৫%)×একক
ওজন = উত্তর (কেজি).
.
সুতরাং,
আমরা পাই,
1000×(5÷12)×(1.5÷100)×222 =1387.50 কেজি.
এখানে পুরত্ব 5" তাই 12" দিয়ে ভাগ করে ফুট
করা হয়েছে...
1.5% = (1.5÷100)
আর,
লোহার একক ওজন 222 kg/cft
.
সুতরাং 1000 sft ছাদ ঢালাইয়ে লোহা
প্রয়োজন 1387.50 কেজি.

Comments

  1. গ্রামের বাড়িতে ১৩০০ স্কয়ার ফিটের ছাদে রড. সিমেণ্ট' বালু' খোয়ার হিসাব দরকার প্লিজ।

    ReplyDelete
  2. খোয়া বলতে কি বুঝায়।

    ReplyDelete
    Replies
    1. ইটকে ছোট ছোট করে খোয়া তৈরি করা হয়

      Delete
    2. ইটকে ছোট ছোট করে খোয়া তৈরি করা হয়

      Delete
  3. গ্রামের বাড়ির ১৪০০ স্কয়ার ফিট ছাদের রড, বালি, সিমেন্ট এর হিসাব দিলে উপকৃত হবো,,,,

    ReplyDelete
    Replies
    1. ছাদের ৫ ইঞ্চি ঢালাই লাগবে ৮৭৫ cft

      ছাদের ৬ ইঞ্চি ঢালাই লাগবে ১০৫০cft

      Delete
  4. ছাদ ঢালাইয়ে খোয়া কবে ব্যবহার হয়? পাথর ছাড়া ঢালাই কোথায় হয়?

    ReplyDelete
  5. vai 500 fit cad dalai korte koto kg loha lagbe

    ReplyDelete
  6. ১০৮০ স্কয়ার ফিটের সাদের (কলামহীন) জন্য, কত কেজি রড়, সিমেন্ট (বস্তা),বালি ও ইট প্রয়োজন? (পুরুত্ব ৫")

    ReplyDelete
  7. ৬২৪ স্কয়ার ফিট ছাদের জন্যে কত কেজি রড লাগবে

    ReplyDelete
  8. মসজিদের ছাদের পুরুত্ব কত ধরা হয়।

    ReplyDelete
  9. বারান্দার শুধু ছাদ ঢালাই করব, চতুর্দিকে ওয়াল টানা আছে, 4ইঞ্চি পুরু ঢালাই করব, ছাদ 300 স্কয়ার ফিট। খোয়া, রড, সিমেন্ট, বালি কি পরিমান লাগবে ? এবং মিস্ত্রী খরচ কত লাগতে পারে ? জানালে উপকৃত হবো।

    ReplyDelete
  10. 544 বর্গফুট ছাদে ৩ ইঞ্চি ঢালাইয়েে রড এবং সিমেন্টের হিসাব জানালে খুব উপকৃত হতাম

    ReplyDelete
  11. রেইন ছাদ কি তিন ইঞ্জি দেয়া যাবে

    ReplyDelete
  12. ১৬০০ স্কয়ার ফুটের ছাদের রডের হিসাব টা দিলে একটু ভালো হইতাও ভাইয়া ২ তলার ছাদ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বাড়ি তৈরি করার ইট সিমেন্ট আর রডের যাবতীয় হিসাব (এস্টিমেটিং এন্ড কাস্টিং)

সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ